চাঁদপুর : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, তারুণ্য উৎসবে তরুণদের যেভাবে উৎসাহ দেয়া যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তরুণরা আমাদের সমাজকে পথ দেখায়। এই উৎসব তরুণদের উৎসব। এটা সব ছাত্র জনতার উৎসব। আমরা ছাত্রসংগঠন সবাইকে ডাকবো। জমকালো আয়োজনে তারুণ্য উৎসব আয়োজন করা হবে।
ডিসি আরো বলেন, আউটার স্টেডিয়ামে আমরা মেলা উৎসবমুখর করে আয়োজন করবো। যেখানে সাংস্কৃতিক কর্মীরা তাদের সাংস্কৃতিক পরিবেশনার সুযোগ পাবে। এছাড়াও নিরাপত্তা বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মেলার আয়োজন করবো।
সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়াসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে সম্ভাব্য কর্মসূচি গৃহিত হয়েছে। সম্ভাব্য কর্মসূচি গুলো হলো- ১ জানুয়ারি সকাল ১০টায় যুব সমাবেশ ও র্যালীর আয়োজন করা হবে। একই দিন মানে ১জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদপুর পৌর এলাকায় জনসচেতনতামূলক বিষয়ক কার্যক্রম হবে। এর মধ্যে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনামূলক কার্যক্রম যেমস মোবাইল কোর্ট, মাইকিং ইত্যাদি।
মাসব্যাপী চাঁদপুর আউটার স্টেডিয়ামে তাঁত, বস্ত্র, চারু ও কারু, প্টজাত পণ্য মেলার আয়োজন। ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে। ক্রীড়া প্রকিযোগিতার মধ্যে ব্যাডমিন্টন, কাবাডি, সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল ও ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়াও কর্মশালা ও বিভিন্ন ফেস্টিভ্যালের আয়োজন করা হবে। এরমধ্যে রয়েছে প্রতিভা অন্বেষণের অংশ হিসেবে কুইজ, রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এরসাথে সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই বিপ্লবের ছবি, ভিডিও ও নিউজ ইত্যাদি বিষয়ক ডকুমেন্টরি প্রদর্শন ও সংরক্ষণ করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে যুবদের ভাবনা বিষয়ক উপস্থাপন, কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াডের আয়োজন করা হবে। মাদক, বাল্যবিবাহ, পরিবেশ দূষণ ও সড়ক পরিবহন আইন সংক্রান্ত সেমিনার বা কর্মশালার আয়োজন করা হবে। এরই সাথে মাসব্যাপী বই মেলাসহ পিঠা উৎসব এবং যুব উদ্যোক্তাদের জন্যেও প্রদর্শনীর আয়োজন করা হবে বলে সভায় জানা যায়।
ফম/এস.পলাশ/এমএমএ/