জনগনকে তার প্রাপ্য সেবা দিতে হবে : জিল্লুর রহমান

চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাধারণ সভায় 

চাঁদপুর:  চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার সকালে পৌর কর্মচারী সংসদ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। এসময় তিনি বলেন,।আমি দায়িত্ব নেওয়ার আগে কিন্তু পৌর কর্মচারী সংসদের সভাপতি বাহিরের কেউ একজন ছিল।কিন্তু আমি বলেছি না। সভাপতি হতে হবে কর্মচারীদের মধ্যে থেকে।আমি বিশ্বাস করি সামনের দিন গুলোতেও আপনারা এই ধারা অব্যাহত রাখবেন।যাতে আপনাদের নেতৃত্ব আপনাদের থেকেই আসে।পৌরসভার প্রান হচ্ছেন আপনারা । পৌরসভাটা জনগণের জনগণের কাজ সঠিক ভাবে করতে হলে আপনাদের সাথে আমাদের আস্থার জায়গা ঠিক থাকতে হবে।আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোন কাজ করা যাবে না।
তিনি বলেন, আমরা কিন্তু জনগণের কাছে ওয়াদা বদ্ধ।কাজেই জনগনকে দেওয়া ওয়াদা কিন্তু আমাদের পূরন করতে হবে। আমরা কিন্তু পৌরসভার ইতিহাসে আপনাদের বেতন ভাতা পরিশোধ করেছি। এটি কোন দয়া নয়।এটা আপনাদের পাওনা।ঠিক একই ভাবে জনগণের যেটা হক বা পাওয়া সেটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। কারন জনগণের কাছে আমরা যে ওয়াদা করেছি তা অবশ্যই পূরণ করবো।মনেরাখবেন জনগনকে তার প্রাপ্য সেবা দিতে হবে।
চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মফিজ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ বাতেন মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান ভূইয়া, পৌর সচিব আবুল কালাম ভূইয়া, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ,কাউন্সিলর হাবিবুর রহমান ভূইয়াসহ বিভিন্ন বিভাগীয় প্রধানগন ও পৌর কর্মচারী সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ ।
সভায় পৌর কর্মচারী সংসদের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে আহবায়ক করে  একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম