চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কামরাঙ্গা হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ সম্মলেনের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়েতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী হারুনুর রশিদ উসমানী।
তিনি বলেন, এদেশের মানুষ জামায়াত ইসলামীকে গ্রহণ করে নিয়েছে। জনগণ বিশ্বাস করে জামায়াতে ইসলামী শোষনমুক্ত, দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গঠন করতে পারবে। বিগত সরকারের সকল অপপ্রচার, জুলুম, নির্যাতন সকল ভয় ভীতি জামায়াতে ইসলামীকে দাবীয়ে রাখতে পারেনি এবং ভবিষ্যতেও কোন জালিমের জুলুম কিংবা রক্তচক্ষুকে জামায়াতে ইসলামী ভয় করেনি করবে না ইনশাআল্লাহ। জামায়েতে ইসলামী একমাত্র আল্লাহকে ভয় করে এবং করবে। এ সময় তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কামরাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েতে ইসলামী ৫নং রামপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ জামায়েতে ইসলামী ৫নং রামপুর ইউনিয়ন শাখার সভাপতি কারা নির্যাতিত নেতা মাওলানা হোসাইন শহীদ, বাংলাদেশ জামায়েতে ইসলামী বাকিলা ইউনিয়ন শাখার আমির মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামায়েতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমির মু. নাছির উদ্দিন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার মাওলানা ইব্রাহীম মিয়াজি, বাংলাদেশ জামায়েতে ইসলামী ২নং ওয়ার্ড কামরাঙ্গা শাখার বায়তুল মাল সম্পাদক ইউনুস মিয়াজী, বাংলাদেশ জামায়েতে ইসলামী ৩নং ওয়ার্ড মনিহার শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের অফিসার মাওলানা জসিম উদ্দিন, ওসমানিয়া কামিলা কমাদ্রাসর প্রভাষাক মাওলানা মো. ইলিয়াছ, বাংলাদেশ জামায়েতে ইসলামী ৫নং রামপুর ইউনিয়ন শাখার বায়তুল মাল সম্পাদক সিয়াম খান, ইসলামী ছাত্র শিবির শাহাতলী অঞ্চলের সভাপতি কাউচার ইবনে হোসাইন, ইসলামী ছাত্র শিবির ২নং বাকিলা ইউনিয়ন সভাপতি হাফেজ রাকিবুল ইসলাম।
সম্মেলনে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন জুবাইর আহমেদ ইকরাম ও ডা. মাওলানা আবু নাইম। এছাড়াও “আগেই ভালো ছিলাম” নামে একটি মঞ্চ নাটক পরিবেশন করেন নাহিদ।
কর্মী সম্মেলনে ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।
কর্মী সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, আপনারা প্রত্যেকে এখন থেকে মানুষের দ্বারে দ্বারে প্রতিটি গ্রামেগঞ্জে প্রতিটি ঘরে ঘরে ইসলাম ও দ্বীন কায়েমের আন্দোলনের দাওয়াত পৌঁছে দেবেন। গত দেড় যুগেরও বেশি সময় ধরে চলা শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যা, পুরো দেশকে গুম-খুন, নির্যাতনের নগরী হিসেবে পরিনত করেছে আওয়ামীলীগ সরকার। আগামীতে যাতে আর কেউ এ জাতির উপর কোন প্রকার ফ্যাসিবাদ কায়েম করতে না পারে সেজন্য জামায়াতে ইসলামীর সকল কর্মী ভাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরো বলেন, একজন জামায়াত কর্মী মানেই একজন সমাজকর্মী অতএব সকল কর্মী ভাইকে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে নিজেদেরকে যোগ্য দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করতে হবে। আগামীর দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।
ফম/এমএমএ/