জনগণের সেবার কথা চিন্তা করে দিন রাত মাঠে ময়দানে থাকি: চেয়ারম্যান বাতেন

ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান বাতেন এর ৯নং ওয়ার্ড বাসীর সাথে মতবিনিময়

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব  উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন) আসন্ন ইউপি নির্বাচন কেন্দ্র করে ৯নং ওয়ার্ডবাসীর সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকালে পূর্ব ইসলামাবাদ গ্রামে মতবিনিময় সভাটি আয়োজন করেন ৯নং ওয়ার্ডবাসী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৩নং ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল হাসান বাবু (বাতেন)। বক্তব্যে তিনি বলেন, উন্নয়নের সরকার, উন্নয়নের গণতন্ত্র। তাই উন্নয়নের বাহিরে কোন কথা নাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের প্রতীক। তাই তিনি নিজেও তৃণমূলে উন্নয়নের নেতৃত্ব চান। যারা তৃণমূলকে উন্নত করবে তাদের হাতেই আগামী নির্বাচনে নৌকা প্রতীক দিবেন। সুতরাং হতাশ হওয়ার কিছুই নাই।

চেয়ারম্যান বাতেন আরও বলেন, আমি জনগণের সুখে দুঃখে কাজ করছি। জনগণের সেবার কথা চিন্তা করে দিন রাত মাঠে ময়দানে থাকি। যেখানে যার যেই সেবা দরকার সেখানে পৌঁছে যাচ্ছি, জনগণের পাশে থাকার চেষ্টা করছি। এভাবেই আমার বাবা ও বড় ভাইদের মত আজীবন জনসেবা করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশেক উল্লাহর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা ও শিক্ষক কাদের ওয়াহিদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সমাজসেবক বুলবুল আহমদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান ফারুক সরকার, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃতলাল নাগ, সমাজসেবক শামছুদ্দিন সরকার, তিতারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না আক্তার, ৩নং ওয়ার্ড মেম্বার আমির হোসেন, সমাজসেবক বাবুল মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি আরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল আমিন পাটোয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক  লীগের সাংগঠনিক সম্পাদক এসএম মামুন, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহ আলম মিয়াজী, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সঞ্চয় দাস, ৯নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ প্রমুখ।

সভায় ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই আগামী নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সাজেদুল হাসান বাবু (বাতেন) কে পুণরায় চেয়ারম্যান হিসেবে পাওয়ার দাবী জানান ও সমর্থন করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম