চাঁদপুর: ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য মাহবুবুর রহমান শাহীন বলেছেন, দেশের জনগণের ভালোবাসার একমাত্র রাজনৈতিক দল বিএনপি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ দল জনগণের সুখ-দুঃখের সাথী। বিগত ফ্যাসিস্ট সরকার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বা ষড়যন্ত্র করেও এ দলের নাম জনগণের হৃদয় থেকে মুছতে পারেনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে শহরের গুয়াখোলা নিজ বাসভবনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসার রাজনৈতিক দল বিএনপি। তাই কেউ এদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা বা কানো অপকর্ম করলে তার দায় দল নিবেন না। বরং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ি অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দলের নেতাকর্মীরা প্রতি মুহূর্তে নানা হয়রানির শিকার হয়েছেন। আমাদের দলের হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করে এখনো জীবনের গ্লানি টানছেন। এ সকল বিষয় গুলো আমাদের স্মরণ রাখতে হবে।
এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির এই নেতা দুটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন।
ফম/এমএমএ/