চাঁদপুর: চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে সুধীজনদের সাথে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এ সময় প্রধান অতিথি সুধীজনদের বিভিন্ন মতামত শুনেন এবং জনগণের কাঙ্খিত পুলিশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি অফিসার ও ফোর্সদের বিভিন্ন মতামত শুনেন, সেগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে উপস্থিত অফিসারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুছ সালাম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা সভাপতি শাহজালাল মিশন, শহর জামায়াতের আমীর এড: শাহজাহান খান, ইসলামী আন্দোলন জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, খেলাফত মজলিশের জেলা সভাপতি তোফায়েল আহমেদ, সেক্রেটারী আবুল কালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা, ছাত্রসমাজের প্রতিনিধিবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
চাঁদপুরে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশের আগমন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা, বিশেষ অপরাধ পর্যালোচনা সভা ও বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলা পুলিশের বিশেষ অপরাধ পর্যালোচনা সভা।
ফম/এমএমএ/