দেশের জনগণই আওয়ামী লীগের প্রকৃত ঠিকানা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
৯ নভেম্বর ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, চরম নির্যাতন সহ্য করেছেন এই ভূখন্ডের জনগণের সার্বভৌম ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তিনি যেমন বাংলার জনগণকে অকৃত্রিমভাবে ভালোবেসেছেন, তেমনি আপামর জনগণও বঙ্গবন্ধুকে উজাড় করে ভালোবাসা উপহার দিয়েছেন। তিনি অজস্র জনগণের আপন ঠিকানা হিসেবে আওয়ামী লীগকে তিলে তিলে গড়ে তুলেছেন। তাঁর দেখানো পথে আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে প্রজন্মের পর প্রজন্মকে স্বীয় আত্মায় ধারণ করে আসছে বলেই ৭২ বয়সেও আওয়ামী লীগ চির তরুণ, চির সবুজ এবং বাঙালির চির আপন ঠিকানা। এ দেশের অসংখ্য দেশপ্রেমিক ত্যাগী রাজনৈতিক কর্মীর রক্ত, ঘাম, শ্রম, কষ্টার্জিত অর্থ, আবেগ, উচ্ছ্বাস, প্রগাঢ় ভালোবাসা, হাসি, কান্না মিশে আছে এই দলের গতিময়তায়।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আজকের নেতা-কর্মীরা যত বেশি মানুষের নিকট বিনয়ী হবেন, যত মানুষের সুখ, দুঃখ, হাসি, কান্নার সঙ্গে একাত্ম হবেন, মানবতার যত বেশি নিঃস্বার্থ কাজ করবেন আওয়ামী লীগ তত বেশি শাণিত হবে, উজ্জ্বলতর হবে। কারণ, জনগণই আওয়ামী লীগের প্রকৃত ঠিকানা। অহমিকা, অহঙ্কার, দাম্ভিকতা, শক্তিমত্তার প্রদর্শন দল ও নেতাকে দুর্বল ও গণবিরোধী করে তোলে। সুতরাং জাতির পিতার দেখানো সরল পথই রাজনীতির সর্বোত্তম পন্থা।
ফম/এমএমএ/