
রেজাউল করিম রোমেল
—————————— —-
শরতের মেঘলা আকাশ
দেখতে লাগে ভাল,
কখনো ঝরে বৃষ্টি
কখনো রোদের আলো।
বনে বনে ফুটেছে
সাদা কাশফুল,
এ-সব ফুল দেখতে আমার
হয় না কভু ভুল।
বসন্ত হল ঋতুরাজ
আমরা সবাই জানি,
শরৎ হল ঋতুরাণী
এটা-ও আমরা মানি।
—————————
রেজাউল করিম রোমেল।
যশোর, বাংলাদেশ।
মোবাইল -০১৭৬০৮১৩৪৮৪