চাঁদপুর: চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও আসন্ন ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিম ছেঙ্গারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন।
শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান সেলিম।
ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মমিনুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, ছেঙ্গারচর ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, ছেঙ্গারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, বিশিষ্ট ব্যবসায়ী (সার্জেন্ট অব.) আমান উল্লাহ প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা শেষে ৬নং ওয়ার্ডের দুই শতাধিক দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান সেলিম বলেন, আমি বিগত দিনের মতো আপনাদের পাশে আছি, আগামীতেও থাকবো। করোনা মহামারীতে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামীতেও পৌরবাসীর পাশে থাকবো। এছাড়াও যদি আপনাদের কোন বিশেষ সহযোগীতা প্রয়োজন হয় তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের পাশে থেকে সবসময় সেবা করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দেশপ্রমী। তিনি দেশের উন্নয়নের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আসন্ন ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে যাকে তিনি যোগ্য মনে করবেন তাকেই মনোনয়ন দিবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই।
ফম/এমএমএ/শাপ/