ছেংগারচর ৫নং ওয়ার্ডে আঃ মান্নান বেপারী নির্বাচিত

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডের মধ্যে কাউন্সিলর পদে ৮টিতেই নির্বাচিত হয়েছেন নতুন মুখ। আর ১টিতে সাবেক কাউন্সিলর আঃ মান্নান বেপারী নির্বাচিত হয়েছেন। তিনি ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করে ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হলেন।

এদিকে আঃ মান্নান বেপারী নির্বাচিত হওয়ায় ৫নং ওয়ার্ড বাসী বেশ আনন্দিত হয়েছেন৷ ফলাফল ঘোষণা হওয়ার পর সবাই মিষ্টি মুখ করেন। এবং ফুলের মালা পড়িয়ে নবনির্বাচিত ৫নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মান্নান বেপারীকে বরণ করে নেন।

সাংবাদিকদের সাথে এক সাক্ষাতে আঃ মান্নান বেপারী বলেন, আমি আগের মেয়াদে ৫নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনকালে মানুষকে সেবা করেছি। তাই জনগণ আমাকে আবারও ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আমার ৫নং ওয়ার্ড বাসীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি মানুষকে মনেপ্রাণে সেবা করতে পারি।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম