মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ছেংগারচর পৌর শহীদ জিয়া অডিটোরিয়ামে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
দায়িত্ব গ্রহণ করেন ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি আঃ মান্নান লস্কর, সহ-সভাপতি মিন্টু মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সহ সকল সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, নির্বাচন কমিশনার ও উপজেলা সমবায় অফিসার মোঃ ফারুক আলম, উপজেলা বিএনপি নেতা নুরুল হক (সিআইডি অব.), নির্বাচন কমিশনার মোঃ মানিক ফরাজি প্রমুখ।
ফম/এমএমএ/