
মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতি লি. এর পরিচালনা পর্যদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করেন। সভাপতি ও সম্পাদক পদের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম শনিবার বিকালে এক প্রেসব্রিফিংয়ে বলেন, ছেংগারচর বাজার পৌর বণিক সমবায় সমিতি লি. এর পরিচালনা পর্যদ নির্বাচনে সভাপতি পদে আবদুল মান্নান লস্কর, সম্পাদক পদে মো. এরশাদ, সদস্য পদে মো. শেখ সাদী, মো. নাজিম হোসেন, খোরশেদ আলম ভুট্টু, জাহাঙ্গীর হোসেন ও মো. বাবুল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
সভাপতি মোবারক হোসেন মুফতিকে চেয়ার প্রতীক ও মো. গিয়াস উদ্দিন কমিশনারকে ছাতা প্রতীক। সম্পাদক পদে মো. সিরাজুল ইসলাম সরকারকে মাছ ও মো. ইউসুফ লস্করকে মোমবাতি প্রতীক বরাদ্দ দেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. নাজমুল খান ও মো. মামুন মিয়া’সহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে জাকির হোসেন জুয়েল, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, আফরোজা মাসুদ ঝুনু, রহমত উল্লাহ, নূর মোহাম্মদ, মিজানুর রহমান, শাখাওয়াত হোসেন, আলাউদ্দিন, মো. মিন্টু, নাসির উদ্দিন খোকাকে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর সরকার ডালিম।
ফম/এমএমএ/