ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার প্রচারণা করলেন মাহবুবুর রহমান সেলিম

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারের পক্ষে প্রচারণা করেছেন গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিম।

বুধবার (১২ জুলাই) বিকালে ছেংগারচর পৌরসভার বোর্ড স্কুল মোড়, ছেংগারচর বাজার ও ঠাকুরচর সহ কয়েকটি স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি।

মাহবুবুর রহমান সেলিম বিগত দিন থেকে পৌরবাসীর সেবা করে আসছেন। তিনি নিজেও আওয়ামী লীগের একজন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলের প্রতি সম্মান জানিয়ে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন। এবং পরবর্তীতে নৌকার প্রার্থী আরিফ উল্লাহ সরকারকে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণা করছেন।

এসময় উপস্থিত ছিলেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকার, জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, আওয়ামী লীগ নেতা মালেক খান, কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন খোকন ঢালী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান সহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং মানুষের কাছে নৌকায় ভোট দেয়ার আহ্বান করেন মাহবুবুর রহমান সেলিম।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম