মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিম তার ব্যক্তিগত উদ্যোগে পৌরসভার ২নং ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন।
শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর বেড়ীবাঁধে অবস্থিত দলীয় কার্যালয়ে সাবেক কাউন্সিলর শাহিনুর বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শীত বস্ত্র বিতরণ করেন ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আলহাজ্ব মাহবুবুর রহমান সেলিম।
আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, ব্যারিস্টার রমিজ উদ্দিন খান, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামান সরকার, আলাউদ্দিন প্রধান, ওয়ার্ড যুবলীগ নেতা নিক্সন সরকার।
ফম/এমএমএ/