মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সাবেক দুইবারের কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী সরদার (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…. রাজিউন)।
সোমবার (২২ মে) সকাল ১১.৩০ ঘটিকায় তিনি মুল্লুক মাঝির কান্দি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর খবর পেয়ে মরহুমের বাড়িতে ছুটে যান মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। এসময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার মাগরিব বাদ এমএমকান্দি ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে অংশ গ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, মকবুল হোসেন, মরহুমের ছেলে আরিফ উল্লাহ সরদার। এছাড়াও শত শত মুসল্লীগণ জানাযায় অংশ গ্রহণ করেন।
ফম/এমএমএ/