মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতীকের মেয়র প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারের পক্ষে প্রচারণা করেছে উপজেলা যুবলীগের সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মফিজুল ইসলাম।
শনিবার (১৫ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ওটারচর, মালাইরকান্দি ও দুলালকান্দি গ্রামের কয়েকটি স্থানে গণসংযোগ করেন এবং ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চান।
এসময় মফিজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত দৃঢ়তার সাথে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকলে দেশ হবে স্মার্ট বাংলাদেশ। তাই আওয়ামী লীগকে বার বার ক্ষমতায় রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের অব্যাহত রাখতে যেকোনো নির্বাচনে নৌকা বিজয়ের বিকল্প নেই। আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারে নির্বাচিত করতে হবে। সবাই তাকে একটা করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাহলেই দেশের উন্নয়নের সাথে ছেংগারচর পৌরসভার উন্নয়ন অব্যাহত থাকবে এবং ছেংগারচর হবে স্মার্ট পৌরসভা।
ফম/এমএমএ/আরাফাত/