মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আরিফ উল্লাহ সরকারের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বিকালে ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু।
ছেংগারচর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেনের সভাপতিত্বে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খানের পরিচালনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয় মানে আমার আপনার বিজয়। নৌকার বিজয় মানেই এলাকার উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করুন।
তিনি আরও বলেন, বিএনপির কাজই হল দাঙ্গা হাঙ্গামা করা। তারা যেকোন নির্বাচন বানচাল করার চেস্টা করে। তারা এক সময় আমাদেরকে দলীয় কার্যক্রম করতে দেয়নি। কিন্তু আমরা সংবিধান মানি, গণতন্ত্র মানি। তাই আমরা নির্বাচনি প্রচারণায় তাদেরকে বাধা দেই না। নির্বাচনী আচরণ বিধি মেনে চলি। তবে ভোট দিবে জনগণ। আমরা জনগণের পক্ষে আছি, নৌকার পক্ষে জনগণ ভোট দিবে। ছেংগারচর পৌরসভায় উন্নয়ন অব্যাহত রাখতে সহযোগীতা করুন।
ফম/এমএমএ/আরাফাত/