মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সুরুজ প্লাজা ব্রিজ থেকে হানিরপাড় পর্যন্ত ১.৮ কিলোমিটার পানি নিষ্কাশন খাল সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে থানার সামনে এই সংস্কার কাজ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
এসময় আরো বক্তব্য রাখেন, মেঘনা ধনাগোদা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম সাহেদ, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, সাংবাদিক মাহবুব আলম লাভলু, কৃষক প্রতিনিধি মোশাররফ হোসেন।
উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা, উপজেলা যুবদলের সাবেক সাবেক সহ-সভাপতি মোঃ টিপু সুলতান ফরাজি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান সাগর, ছেংগারচর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, মহন ফরাজি প্রমুখ।
১.৮ কিলোমিটার পানি নিষ্কাশন খাল সংস্কারে দুইটি প্যাকেজে জরুরি ভিত্তিতে ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে মেঘনা ধনাগোদা পওর বিভাগ। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সোহাগী এন্টারপ্রাইজ।
এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, এই খালটি ছেংগারচর বাজার কেন্দ্রীক হওয়ায় অনেক ময়লা আবর্জনা জমে দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল। এতে করে পৌরসভা ও কয়েকটি ইউনিয়নে জলাবদ্ধতা লেগেই থাকতো। এই খালটি সংস্কার হলে বহু কৃষকের অনেক উপকার হবে।
ফম/আরাফাত/এমএমএ/

