মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরিফ উল্যাহ সরকারকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (এসি মিজান) গণসংযোগ ও ধারাবাহিক নির্বাচনী ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করছেন।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী ক্যাম্পেইন ও গণসংযোগ করেন মো. মিজানুর রহমান (এসি মিজান) ও নেতাকর্মীরা।
এছাড়া শহরে নির্বাচনী আমাজে প্রতিনিয়ত চলছে প্রচার ও প্রচারণার কাজ; পাড়া-মহল্লা থেকে ওয়াডের্র তৃণমূল পর্যায়ে নৌকার ভোট ও সমর্থনে ভোটারদের কাছে ছুটচ্ছেন নেতা-কর্মী নিয়ে তিনি। ব্যস্ত সময় পার করছেন মো. মিজানুর রহমান (এসি মিজান) ও তার অনুসারীরা।
ধারাবাহিক ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনার সময় আসন্ন ছেংগারচর পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এই ছেংগারচরকে নিয়ে স্বপ্ন দেখেন, অমাদের কে নিয়েও স্বপ্ন দেখেন। শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। শেখ হাসিনার স্বপ্নের ছেংগারচর গড়তে হলে; তার মনোনীত ব্যক্তিকে বিজয়ী করতে হবে।
নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারে উন্নয়নচিত্র প্রচারের আহ্বান জানিয়ে মো. মিজানুর রহমান (এসি মিজান) া বলেন, আপনাদের ঐক্য বজায় রাখতে হবে। নৌকার যেন বিজয় হয়, যারা রাজাকার-খুনি-এতিমের টাকা আত্মসাৎ করে, মানি লন্ডারিং করে, সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টি করে এদের বিরুদ্ধে প্রচার করবেন। আমরা যে উন্নয়নগুলো করেছি, সেটা গ্রামগঞ্জে মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে। আপনাদের প্রত্যেককে এখন থেকে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।
নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারণার বিষয়ে মো. মিজানুর রহমান (এসি মিজান) বলেন, ছেংগারচরের উন্নয়নকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরিফ উল্যাহ সরকারকে আবারো নৌকা দিয়েছেন। আমরা আশাবাদী ছেংগারচরের আপামর জনগণ উন্নয়নের মার্কাকেই বেছে নিবেন।
তিনি আরো বলেন, সেই সাথে ছেংগারচর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে কোনো অপশক্তি, একাত্তরের পেতাত্মারা মাথাচাড়া দিয়ে যেন না উঠতে পারে এই বিষয় মাথায় রেখে মাঠে থাকবে জেলা আ’লীগ। উপজেলা আ’লীগের একাধিক সূত্র নিশ্চিত করে বলেছেন, ছেংগারচরে কেবল অবাধ সুষ্ঠু পৌরসভা নির্বাচন নয়, আসন্ন জাতীয় নির্বাচনে যেন বিতর্ক সৃষ্টি না করে, যেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর হয় সেটিও নিশ্চিত করতে সংগঠনটি কাজ করছে।
ফম/এমএমএ/আরাফাত/