মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছেংগারচর বাজারে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বুধবার (১১ অক্টোবর ) দুপুরে তিনি পুড়ে যাওয়া দোকান পাট পরিদর্শন করেন সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, ছেংগারচর পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, সাবেক ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ।
এসময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, দূর্ঘটনা কাউকে বলে কয়ে আসে না। আমাদের যা ই হবে সবকিছুই মহান আল্লাহ তায়ালার ফয়সালা। তাই এসবে মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সফলতার মালিক যিনি দূর্ঘটনার মালিকও তিনি। তাই আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে দুখে আমাদের পাশে আছেন। আগামীতেও থাকবেন। যেকোন দুর্যোগে জনগণের সহায়তা করে যাচ্ছেন। শক্ত হাতে দুর্যোগ মোকাবিলা করছেন। আগামী দিনে তিনি আমাদের প্রধানমন্ত্রী হয়ে থাকবেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের অনুদান দেওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।
ফম/এমএমএ/আরাফাত/