ছুটির দিনে চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় উপচে পড়া ভীড়

চাঁদপুর: এসো মিলি মুক্তির মোহনায় শ্লোগান কে হৃদয়ে ধারন করে ১৯৯২ সাল থেকে চাঁদপুরে অনুষ্ঠিত হয়ে আসছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। প্রতি বছর চাঁদপুর হানাদার মুক্ত দিবস  ৮ ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়। এবছরের তার ব্যত্ত্বয় ঘটেনি গত 8 ডিসেম্বর চাঁদপুর আউটার স্টেডিয়ামে  মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্ধোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি।
শুক্রবার  (১০ ডিসেম্বর)  সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিকাল থেকে মেলা মাঠে মুক্তিপ্রেমি মানুষের যেন ঢল নামে। তারা মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সন্তানদের নিয়ে এসে স্বাধীনতার ইতিহাস দলিলি চিত্র দেখিয়ে সঠিক ইতিহাস গুলো শিক্ষা দিচ্ছে। নারী ও তরুনীরা মুক্তিযুদ্ধের বিজয় মেলা মাঠে স্থাপিত  থ্রী- পিচ, টাঙ্গাইল শাড়ি, কসমেটিক, ম্যাচিং সু এর দোকান গুলোতে ঘুরে ঘুরে তাদের পছন্দ মতো পণ্য সামগ্রী ক্রয় করতে ব্যস্হ সময় পার করতে দেখা যায়।
শিশুদের বিনোদনের জন্য  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জমামশতবার্ষিকীর বিজয় মেলায়  বিভিন্ন ধরনের রাইডার বসানো হয়েছে। রাইডার গুলোর মধ্যে রয়েছে নাগর দোলা,সাম্পান, মেরী ঘোড়া, ইলেক্ট্রটনিক্স ট্রেন ও হাঁসের চক্কর।
এসব রাইডারে ভ্রমন করে শিশুরা দারুন ভাবে আনন্দ উপভোগ করছে। তাছাড়া নারী ও তরুনীদের জন্য রয়েছে বাহারি বাহারি প্রসাধনির স্টল। মঞ্চে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়ে আসছে।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম