ছারছীনার পীর সাহেব হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার আমির, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত দুইটা ১১ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
ছারছীনার পীর সাহেব দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রথমে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, তারপর সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অনেক নাতি-নাতনি রেখে যান। তাঁর জানাজা আগামীকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
ছারছীনা পীর সাহেবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ছেলে মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ। তিনি মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছেন হোসাইন।-খবর এজেকে।
ফম/এমএমএ/