চাঁদপুর: আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা এবং জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত ঝটিকা সফর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫আগস্ট) চাঁদপুর সদর উপজেলার তত্ত্বাবধানে তরপুরচন্ডি ইউনিয়ন,বিঞ্চুপুর ইউনিয়ন, কল্যাণপুর ইউনিয়ন,আশি কাটি ইউনিয়ন, মৈশাদী ইউনিয়নসহ জনবহুল এলাকায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোঃ জয়নাল আবদিন ।
তিনি তার বক্তব্যে বলেন একাত্তরে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়েছে ছাব্বিশে আমাদের সন্তানরা রক্ত দিয়েছে। আর আমরা রক্ত দিতে চাই না ।এই রক্ত ভেজা পথ ধরেই আমাদেরকে একটি মানবিক বাংলাদেশ গঠন করতে । সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজ,দখলদার মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন আমাদের প্রত্যাশা।
অন্তর্বর্তীকালীন সরকারের গতিবিধিও আমরা লক্ষ্য রাখছি, এদেশের মানুষের বোধ বিশ্বাস স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্মীয় অনুভূতির বাহিরে কোন সিদ্ধান্ত নিলেন সে ব্যাপারেও ইনশাআল্লাহ আমরা মাঠে কথা বলব।
সদর উপজেলার এই জটিকা প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল,জেলা সহ সংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নূরী, জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ, হোসেন জেলা সহ প্রচার সম্পাদক এইচ এম নিজাম, ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন,ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, মাওলানা আল আমিন, আহসান উল্লাহ, যুব নেতা মোহাম্মদ সেলিম হোসাইনসহ স্থানীয় নেতারা।
ফম/এমএমএ/