এস ডি সুব্রত
সাফ অনুর্ধ্ব -১৯ নারী ফুটবলে
শক্তিশালী ভারতকে হারিয়ে
চ্যাম্পিয়ন হল প্রিয় বাংলাদেশ
উদ্বেলিত আমরা এই জয়ে ,
আনাই মগিনির একমাত্র গোলে
স্বদেশ আমার গেল এগিয়ে
নারীরা শিরাপাটা রাখল ধরে
মগিনীর বল জালে জড়িয়ে,
আনাইয়ের দূর পাল্লারই শটে
হাড্ডাহাড্ডি লড়াই শেষে
বাঘিনীদের কাংখিত জয় এল
একাশিতম মিনিটে অবশেষে,
সাবাস নারী যুদ্ধারা সাবাস
এগিয়ে যাবে এভাবেই দেশ
মগিনিরা এভাবেই তুলে আনবে
অনন্য সব জয় সবিশেষ ।
লেখক : কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।
subratadassulla@gmail.com