চাঁদপুর : ২৩ পেরিয়ে ২৪ চ্যানেল আই। চ্যানেল আইয়ে ২৪ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুরে র্যালী, বৃক্ষরোপণ ও আলোচন সভা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রী কলেজের উদ্যোগে র্যালী ও বৃক্ষরোপণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীতে অংশগ্রহণ করেন সুজাতপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ।
র্যালী শেষে সুজাতপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গনে ফলজ বনজ ও ঔষধি মোট ৫০টি গাছ রোপন করেন কলেজ অধ্যক্ষ মাসুদ পারভেজসহ কলেজের শিক্ষকমন্ডলী। পরে শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সুজাতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুনীল চন্দ্র সরকার, সুব্রত দাস, অরুন সরকার, আতাউল্ল্যাহ, জেষ্ঠ প্রভাষক হেলেনা আক্তার, ওমর ফারুক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলমসহ শিক্ষার্থীবৃন্দ।
ফম/এমএমএ/