চাঁদপুর: চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ টহল সদস্যদের সাফল্য অর্জন। তারা অল্প সময়ের মধ্যে অভিযান চালিয়ে চোরাই ১টি রিকশা উদ্ধারকালে-৪জন কিশোর চোরকে আটক করতে সক্ষম হয়েছেন। আটক চোর চক্ররা হচ্ছে, মো: হাসান মাঝি (১৭),মো: কাদির গাজী (১৬),মো: শামীম (১৩) ও মো: নিরব ভুইয়া (১৭)। এদের বাড়ি শহরের পুরানবাজার দোকান ঘর এলাকার গাজী বাড়ি,ষোলঘর বিটি রোড এলাকায়, রেলওয়ে কবরস্থান রোড ও বড়স্টেশন রেলওয়ে এলাকায়।
এ অভিযান করেন,চাঁদপুর শহরের কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ টহল সদস্য মো: সোহেল মিজি ও মো: জাকির হোসেন গাজী । তাদেরকে সহযোগিতা করেছেন,মো: সেলিম গাজী।
মঙ্গলবার (৫সেপ্টেম্বর) রিকশা চালক নান্নু গাজীর একটি রিকসা চুরি হয়। তার অভিযোগের ভিত্তিতে শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকা থেকে মঙ্গলবার রাতেই চুরি হওয়া রিকসাটি কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ টহল সদস্যরা গভীর রাতে শহরের প্রেসক্লাব রোডস্থ এলাকা থেকে উদ্বার করে।
তাদের অভিযান পরিচালনা কালে একটি চুরি যাওয়া রিকসা জব্দ করে। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৪জন কিশোর চোরকে আটক করে।
পরে আটক ৪জন কিশোর চোরকে কমিউনিটি পুলিশ সদস্যরা থানায় নিয়ে আসার সমায় চোর চক্রের সদস্য মো: শামীম ও নিরব ভুইয়া তাদের হাত থেকে পারিয়ে যায়। পরে বাকী ২জনকে ঐ রাতেই চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো: লোকমান হোসেনের নিকট হস্তান্তর করা হয়।
চোর মো: হাসান মাঝি জানান,আমি আগে চুরি করতাম। ছোট কালে বাবা, আমাকে মা’কে রেখে চলে গেছে। তার কোন সন্ধান এখন ও পাইনা। আমি ২ সপ্তাহ ধরে ওয়ারলেছ হোটেল স্টারে কাজ করি। আজ অন্য কথায় এ কাজটি করি। চোর কাদির গাজী জানান,আমি রিকসা চালাই। আমি চোরনা। ৪জনে মিলে রিকসা নিয়ে ঘুরতে গিয়ে চোর হয়ে যাই।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় অফিসার ইনচার্জ মো: শেখ মহসীন আলম জানান, কমিউনিটি পুলিশ অঞ্চল-৪ টহল সদস্যদের মাধ্যমে আটক ২জন কিশোরকে থানায় সোপর্দ করেছে। তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
ফম/এমএমএ/