চাঁদপুর: আসন্ন ১১ নভেম্বর ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী।
সোমবার (৪ অক্টোবর ) ধানমন্ডী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এসব তার সাথে রামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন রামপুর ইউনিয়নের সকলের কাছে দোয়া ও সমর্থন চাইছি, আমি যেন বিগত সময়ের ন্যায় আগামীতে আপনাদের সেবা করতে পারি। মহান আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেয়।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের তারিখ ১১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এসব ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ও প্রচার শুরু ২৭ অক্টোবর।
ফম/এমএমএ/