
চাঁদপুর: চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুরানবাজারে চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম। এসময় তিনি বলেন, চেম্বার দিন দিন শক্তিশালী হচ্ছে সকল ব্যবসায়িদের স্বার্থে কাজ করে বলেই। সকল ব্যবসায়িররা যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের জানাবেন বিষয়টি যৌক্তিক হলে তা সমাধান করা হবে। চাঁদপুর চেম্বারের সারাদেশে সুনাম রয়েছে। সারাদেশে চাঁদপুর চেম্বারের বিশেষ সুনাম রয়েছে। আমি নিজে চাঁদপুর চেম্বারের প্রতিনিধি হিসেবে ৭ বার এফবিসিসিআই এর ডাইরেক্টর হয়েছি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক গোপাল সাহা, মোঃ মাইনুল ইসলাম, নাজমুল আলম পাটওয়ারী, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ।
এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির পরিচালক মোঃ হযরত আলী, রেজওয়ানুর রহমান, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা মোঃ মোহাম্মদ বিপ্লব সরকার, হাজী কে এম মজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান মাঈনু আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ লতিফ, কোষাধ্যক্ষ সম্পদ সাহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন বেপারী, দপ্তর সম্পাদক জাহিদুল হক মিলন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক টিটন ঘোষ, পরিবেশ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন হোসেন, কার্যকরী সদস্য নুরুজ্জামান কালুসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমরা চেম্বার যেহেতু ব্যবসায়িদের প্রতিনিধিত্ব করি তাই সকলে ব্যবসায়িদের স্বার্থ দেখা আমাদের কর্তব্য। তাই সকল ব্যবসায়িকে সম্বিলিতভাবে ব্যবসায়িক স্বার্থে কাজ করা উচিৎ। সকল ব্যবসায়িকে রাষ্টীয় নিয়মকানুন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। চেম্বার দৃষ্টিূর বাইরে আপনাদের স্বার্থে অনেক কাজ করে আসছে। সরকারের সহযোগী হিসেবে কাজ করে চেম্বার। সরকারের সকল নির্দেশনা ও নীতি বিষয়ে একমত হয়ে রাষ্ট্রীয হিতে কাজ করে থাকে। ব্যবসায়িরা এক ও অভিন্ন থেকে দেশের অর্থনীতির চালিকা শক্তিকে সচল রাখবো।
ফম/এমএমএ/