চাঁদপুর: সাবেক ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, মুক্তি যুদ্ধের কথা ও চেতনার নামে ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছরে শুধু আমার আর আমার বলে মুক্তি যুদ্ধের প্রকৃত ইতিহাস কে মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু মুক্তি যুদ্ধের চেতনা কে লালনকারী দেশের জনগণ তা প্রতিহত করছে। অথচ আমরা নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশবাসীর কে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহবান জানিয়ে, নিজেও সরাসরি যুদ্ধে অংশ নিয়ে বিজয় নিশ্চিত করেন ।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলা ও মতলব উপজেলার মিলনস্থল মুন্সিরহাট বাজারে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই যুদ্ধের দীর্ঘ ৯ মাস এক দিনের জন্য ও তিনি তাঁর পরিবারের সদস্যদের খোঁজ নিতে পারেননি। দীর্ঘ ৯ মাস বেগম খালেদা জিয়া ও পরিবারের সদস্যদের পাক বাহিনী আটক করে নির্যাতন করেছে, অথচ স্বাধীনতার স্বপক্ষ শক্তি দাবিদার ঐ রাজনৈতিক দলের নেতার পরিবারের সদস্যরা আরাম আয়েশে ছিলেন ।
তিনি আরো বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে আমাদের নেতা ও তাঁর পরিবারের সদস্যদের যে অবদান রয়েছে তা কখনোই ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। অথচ বিগত সরকার নিজেদের কে স্বাধীনতার স্বপক্ষ শক্তি দাবি করে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে মুল চেতনাকে ধ্বংস করে দিয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আর্দশ কে লালন করে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতি করছি, অবশ্যই সকলের জানা রয়েছে, দূর্নীতি, লুটপাট, অরাজকতা ও দখলবাজের রাজনীতির বিএনপিতে স্হান নেই। কিন্তু আমরা লক্ষ্য করছি, গত ৫ আগষ্টের পর নামে -বেনামে অনেকেই বিএনপির পরিচয়ে মাঠে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি, সন্তাসী, টেন্ডারবাজি ও দখলবাজ হিসেবে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, আপনারা সাবধান হয়ে যান, এই দলে তোমাদের স্হান হবে না।
তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে ৩১ দফা ঘোষণা করেঋেন, , সেই দফায় দেশের ও জনগণের কল্যাণের কথা উল্লেখ রয়েছে, আপনারা ৩১ দফাকে সমর্থন দিয়ে স্বাধীনতার মুল চেতনাকে বাস্তবায়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ কে বিজয়ী করবেন এই প্রত্যাশা রইলো।
চাঁদপুর জেলা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা বশির পারভেজের সভাপতিত্বে ও মতলব পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন পাটোয়ারীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডঃ এ এইচ এম আশ্রাফুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ্ব মনির হোসেন মিজি, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মানিকুর রহমান হাজরা, সাবেক ইউপি চেয়ারম্যান নোয়াব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত, ঢাকা বারের অতিরিক্ত পিপি অ্যাডঃ মজিবুর রহমান বাবলু, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকাশ খান জিতু, স্হানীয় বিএনপি নেতা ফরিদ মিজি, সাবেক ছাত্রদলের নেতা – খোরশেদ আলম মজুমদার।
আলোচনার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন ওমর ফারুক।
আলোচনা সভার পূর্বে মুন্সীরহাট বাজারের আশপাশের বেশকটি এলাকা থেকে খন্ড খন্ড মিছিল সভাস্থলে আসে এবং বিশাল মিছিল সহকারে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা খান সফরীর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা বাজার প্রদিক্ষন করে।
ফম/এমএমএ/