চীনে গত দুই বছরের মধ্যে সর্বোচ্চসংখ্যক দৈনিক করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। দেশটির বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তার মধ্যে বেইজিংয়ে ২০ জন আক্রান্ত হয়েছে।
শনিবার (১২ মার্চ) চীনের মূল ভূখণ্ডে এক হাজার ৮০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ ছাড়া ১৩১ জন বাইরে থেকে সে দেশে এসে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ আজ রবিবার এ তথ্য দিয়েছে।
জানা গেছে, জিলিন প্রদেশে এক হাজার ৪১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ৯০ লাখ জনগোষ্ঠীর শহর চ্যাংচুনে গত শুক্রবার লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে আক্রান্তদের বেশির ভাগই ওমিক্রন ধরন।
জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মোতাবেক, চীনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ১৫ হাজার ৪৬৬ জন এবং মারা গেছে চার হাজার ৬৩৬ জন। নতুন করে সে দেশে আক্রান্ত হয়েছে ১৯৩৮ জন। বর্তমানে সাত হাজার ২৩০ জন আক্রান্ত হিসেবে রয়েছে। এক লাখ তিন হাজার ৬০০ জন করোনা থেকে সেরে উঠেছে।
সূত্র : দ্য উইক।