চিকিৎসক শাহীনুরের রালদিয়া গ্রামে বিনামূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুর: চাঁদপুরের বাবুরহাট বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব বাদশা খানের মেজো মেয়ে, স্ত্রী রোগ, প্রসূতি বিদ্যা, সার্জন এবং নিঃ সন্তান দম্পতি চিকিৎসক  ডাঃ শাহীনুর খানম সুমি  বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার আশিকাটির রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্পিং করেন।
চাঁদপুর কর্ণফুলী হাসপাতাল এন্ড ডায়াগনণষ্টিক সেন্টার সৌজন্য ফ্রি মেডিকেল ক্যাম্পিং দিনব্যাপী  চিকিৎসা প্রদান করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষ্ণ ডাঃ বেনজীর আহমেদ, স্ত্রী রোগ, প্রসূতি বিদ্যা ও সার্জন এবং নিঃ সন্তান দম্পতি চিকিৎসক  ডাঃ শাহীনুর খানম সুমি, কর্ণফুলী হাসপাতাল এন্ড ডায়াগনণষ্টিক সেন্টারের সাব এসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ডাঃ শাহজালাল।
ফ্রি মেডিকেল ক্যাম্পিং সার্বিক ভাবে তত্ত্বাবধায়ন করেন কর্ণফুলী হাসপাতাল এন্ড ডায়াগনণষ্টিক সেন্টার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুস কুদ্দুছ মুন্সি,  নিঃ সন্তান দম্পতি চিকিৎসক  ডাঃ শাহীনুর খানম সুমির পিতা সমাজ সেবক আলহাজ্ব বাদশা খান।
ফ্রি চিকিৎসা পেয়ে গ্রামের মানুষ খুশি হয়ে ডাঃ শাহীনুর খানম সুমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মানব সেবা মূলক কর্মের সফলতা কামনা করে দীর্ঘায়ু কামনা করেছেন।
উল্লেখ্য ডাঃ শাহীনুর খানম সুমির এমবিবিএস ঢাকা, এফসিপিএস (পার্ট ২) অসব এবং খাইনি, ঢাকা মেডিকেল কলেজ, এমআরসিওজি পার্ট-২ ( ইংল্যান্ড। দিনবর আশিকাটি ইউনিয়নসহ আশপাশের কয়েকশতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম