চান্দ্রা বাজার মানবকল্যাণ সংগঠনের ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: চলবো মোরা একসাথে জয় করব মানবতা ’এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর চান্দ্রা ইউনিয়নের ‘চান্দ্রা বাজার মানব কল্যাণ  সংগঠনের’ আয়োজনে সুবিধাবঞ্চিত শীতার্ত পরিবার ও ৫ টি আবাসিক এতিমখানা মাদ্রাসায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর)  সকাল ১০ টায় সংগঠনের কার্যালয়ে আলোচনার মাধ্যমে বিক্ষুক, প্রতিবন্ধীও বিভিন্ন এতিমখানাসহ শীতার্তদের মাঝে এই  কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ইমাম হোসেন পাটোয়ারী সভাপতিত্বে ও জিয়াউল হক মিলন পাটোয়ারীর সঞ্চালনায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন  চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী।

তিনি বক্তব্যে বলেন,  আমাদের ইউনিয়নের প্রবাসে থাকা যুবকরা একত্রিত হয় সরকারকে সহযোগিতার লক্ষ্যে হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছেন এবং বিভিন্ন সময় যুবকরা এই সংগঠনের মাধ্যমে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। যুবকদের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এই সেবামূলক কাজে এগিয়ে আসলে এই ইউনিয়নে দারিদ্র্য বিমোচনে  মানব কল্যাণ সংগঠন সাফল্য অর্জন করতে পারবে।   আমরা চাই ভবিষ্যতে এভাবে যদি সংগঠনের সদস্যরা কাজ করে যায় ভবিষ্যতে আমরা তাদের পাশে থাকব। এবং সবসময় দল-মত নির্বিশেষে এ সংগঠনটি কে আঁকড়ে ধরে রাখার চেষ্টা এবং সহযোগিতা করব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন রিপন পাটোয়ারী নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল কুদ্দুস (সিন্টু) সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল পাটোয়ারী মুস্তাফিজুর রহমান, সুবহান গাজী, ফরহাদ হোসেন গাজী, ইসমাইল মিজি, মনির হোসেন, ইউনুস বেপারী ও আব্দুস সালাম প্রমুখ।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম