চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রয়ারি) সকালে মাদরাসার প্রাঙ্গনে সকল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার শিক্ষার্থীগন ১০০মিটার দৌড়, বিস্কুট দৌড়, ব্যাঙ লাফ, অংক দৌড়, মোরগ লড়াই, বস্তা দৌড়, এক পায়ে দৌড়, স্মৃতি পরিক্ষা, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ফোটানো, হাড়ি ভাঙাসহ যেমন খুশি তেমন সাজ’র প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করেন এবং তাদের পুরস্কৃত করা হয়।
এছাড়াও মাদ্রাসার পক্ষ থেকে পরিচালনা পর্ষদের সদস্য ও মাদ্রাসার শিক্ষকগনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম মহিবুল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মাদরাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. দিদারুল ইসলাম খান।

আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. বারাকাত উল্লাহ, সদস্য শিব্বির আহম্মেদ, দুলাল বকাউল, আবু তাহের শেখসহ মাদরাসার শিক্ষকাগণ।

সবশেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম