চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী খান জাহান আলী কালু পাটওয়ারী তার নির্বাচনী প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ভোটার ও সমর্থকদের কাছে পরিচিত মুখ।
তবে ইউনিয়নে আওয়ামী লীগের আরেক সদস্য আ. রহমান বেপারী ও হাত পাখা মার্কার প্রার্থী তার সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মঙ্গলবার (২ নভেম্বর) চান্দ্রা ইউনিয়ন ঘুরে দেখাগেছে নৌকা মার্কাসহ অন্যান্য প্রার্থীদের মাইকিং এবং প্রচারণা বেশ সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে।
বিকেলে নৌকা মার্কার সমর্থনে স্থানীয় জব্বর ঢালীর দোকান এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পথ সভায় সর্বশেষ বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী খান জাহান আলী কালু পাটওয়ারী। তিনি আগামী ১১ নভেম্বর উন্নয়নের প্রতিক নৌকা মার্কায় ভোট দিয়ে ইউনিয়নের উন্নয়ন কাজ অব্যাহত রাখার আহবান জানান।
পথ সভায় নৌকার মার্কার সমর্থক, ভোটারসহ স্থানীয় বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন। পরে তিনি ৭নং ওয়ার্ড এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন।
ফম/এমএমএ/