কুমিল্লা: শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চান্দিনা উপজেলাধীন ডুমুরিয়া মজুমদার বাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর দাদা শ্বশুর স্বর্গীয় যোগেশ চন্দ্র মজুমদার এর ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।
বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠান করেন- স্বর্গীয় যোগেশ চন্দ্র মজুমদার এর বড়ছেলে সুবাস চন্দ্র মজুমদার এবং পুরোহিত্য করেন- অত্র গ্রামের সন্তান আকিঞ্চন চক্রবর্তী। শ্রাদ্ধাদি শেষে মধ্যাহ্ন ভোজনোৎসবে অংশ গ্রহণ করেন আগত আত্মীয়-স্বজন, জ্ঞ্যাতি-গোষ্ঠীসহ অসংখ্য গুনগ্রাহী। এ সময় উপস্থিত ছিলেন-স্বর্গীয় যোগেশ চন্দ্র মজুমদার এর ছেলে রেবতী মোহন মজুমদার, প্রদীপ মজুমদার, বলাই মজুমদারসহ তাঁর পুত্রবধূ, নাতি-নাতনী এবং অসংখ্য আত্মীয়-স্বজন।
উল্লেখ্য যে, স্বর্গীয় যোগেশ চন্দ্র মজুমদার বাধর্ক্যজনিত কারণে ১৯৯২ সালে নভেম্বর মাসে ইহজগৎ এর মায়ামমতা ত্যাগ করে পরলোক গমন করেন।
ফম/এমএমএ/
তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন