চাঁদপুর: চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগ পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে সমাজকর্ম বিভাগের ক্লাসরুমে অবকাঠামোগত উন্নয়ন জন্য দিক নির্দেশনা প্রদানসহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বিভাগের প্রথমবর্ষের ক্লাস কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পড়ালেখারসহ শিক্ষা-সংস্কৃতি কর্মকান্ডে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ অসিত বরণ দাশ বলেন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পড়ালেখা ঠিক ভাবে করতে হবে। তাই প্রত্যেকে সব বিষয়েই অংশগ্রহন জরুরি। কলেজেও বিভিন্ন কর্মকান্ডে হয়ে থাকে, তাতে তোমরা অংশ গ্রহন করবে। আশা করি এই বিভাগের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আবুল খায়ের সরকার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আলমগীর হোসাইন, প্রভাষক নাশিদ সিফাত, নূরুন নাহারসহ জেলা গণ গ্রন্থাকারের কর্মকর্তা ও বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।
ফম/এমএমএ/