চাঁদপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন খান এর বাবা মৌলভী আবদুল মজিদ খান বার্ধক্যজনিত কারণে ১০ জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যে ৬ টা ২০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছানসহ চাঁদপুর সরকারি কলেজ শিক্ষা পরিবার মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। মহান রাব্বুল আলামীন উনাকে যেন বেহেস্ত নসীব করেন, আমিন।
ফম/এমএমএ/