চাঁবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

চাঁদপুর: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুধবার (২৬ মার্চ) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

চাঁবিপ্রবির ব্যবসায় প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বাইজীদ আহম্মেদ রনির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।

এছাড়াও, মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর নেতৃত্বে সকাল ৭টায় চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এ পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম