চাঁদের শহর

কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা

এক দিকে ডাকাতিয়া নদী
অন্যদিকে মেঘনা,
পদ্মার সাথে মিলন মোহনা
ঢেউয়ের গালিচা বুনা।
জলের মাঝে ছোট শহর
নেমে আসা চাঁদ চাঁদপুর,
হিমেল হাওয়া দোল খেলে
রাতদিন ভরদুপুর।
রৌদ্র জ্বলে ঢেউয়ের কোলে
দিগন্ত ডুব দেয় জলে,
পাখির কিচিরমিচিরে
ঋতুর উৎসব চলে।
ঋতুরাজ বসন্ত ঝরে পড়ে
কোকিলের সুরে,
বর্ষা নামে মেঘের জলে
শীত কুয়াশা চাদরে।
ঋতুতে জেগে উঠে চাঁদপুর
জেগে উঠে কাশফুল,
জেগে উঠে বিস্তীর্ণ চর
সবুজে আচ্ছাদিত কূল।
আবেগে ঘেরা শহর ডাকে
স্রোতস্বিনীর বাঁকে,
ভালোলাগার স্রোত বহে বুকে
ঢেউয়ের ঝাঁকে ঝাঁকে।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম