চাঁদপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের মায়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথই আমার কাছে রাজনীতি। কোনো পার্থিব লোভে রাজনীতি করি না। বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে চাঁদপুর-২ ভাগ্যোন্নয়নে ঘটাতে চাই।
তিনি বলেন, মতলব উত্তর-দক্ষিণে শিক্ষা-সংস্কৃতি আর অর্থনীতির তীর্থভূমি বানানোর স্বপ্ন দেখি। বঙ্গবন্ধু কন্যা আমার ওপর আস্থা রেখেই দলীয় মনোনয়ন দিয়েছেন। সেই আস্থা রক্ষায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করব না। বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করব।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/