চাঁদপুর-২ এ নৌকার বিপরীতে লড়বে ঈগল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসনে এমপি পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ১৮ ডিসেম্বর সোমবার রিটানিং কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতীক গ্রহন করেন।

তার প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের আর্ন্তজাতিক বিষয়ক উপকমিটির সদস্য এম ইসফাক আহসান (সিআইপি) গ্রহণ করেন ঈগল প্রতীক। অন্য প্রার্থীদের চেয়ে এই দুই প্রার্থীর জনপ্রিয়তা বেশি থাকায় তাদের মধ্যেই প্রতিদ্বন্ধিতা হবে বলে ধারণা স্থানীয়দের।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে সংসদ সদস্য প্রার্থী রয়েছেন ৬ জন। এরমধ্যে অন্যান্য প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত এমরান হোসেন মিয়া (লাঙ্গল প্রতীক), জাকের পার্টি মনোনীত ওবায়েদ মোল্লা (গোলাপ ফুল প্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত মোঃ হাছান আলী সিকদার (প্রতীক মশাল) ও বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত মোঃ মনির হোসেন (প্রতীক একতারা)।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম