চাঁদপুর-২ আসন থেকে এমএ কুদ্দুসের দলীয় মনোনয়ন ফরম জমা উপলক্ষ্যে বিশেষ দোয়া

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসন থেকে এমএ কুদ্দুসের দলীয় মনোনয়ন ফরম জমা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে সুজাতপুরস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় বিশে^র সকল মুসলমানদের জন্য এবং সকল কবরবাসীর আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

পাশাপাশি চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর জন্য বিশেষ দোয়া করেন উপস্থিত মুসল্লি ও নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাবেক সভাপতি আবুল বাশার খোকন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খাজা আহমেদ, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ওয়াছকুরুনী সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য মনু পাটোয়ারী, ইসলামাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খান, ফতেপুর পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি সহ নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন যুবলীগ নেতা রুবেল মুন্সি।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগন আওয়ামী লীগকেই ক্ষমতায় আনবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অনেক উন্নয়ন করেছেন। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ পেতে যাচ্ছি। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাঁদপুর-২ আসনে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর মত যোগ্য নেতা প্রয়োজন। আমরা আশা করি আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদপুর-২ আসনে তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী নেতা বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসকেই নৌকা প্রতীক দিয়ে মনোনীত করবেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম