
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার, জেলা পরিষদ সাবেক সদস্য মো. জোবায়ের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ এ সময় উপস্থিত ছিলেন।
এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ড. গোলাম হোসেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন পান ড. সেলিম মাহমুদ।
ফম/এমএমএ/