চাঁদপুর-১ : মনোনয়নপত্র জমা দিলেন ড. গোলাম হোসেন

চাঁদপুর: চাঁদপুর-১ (কচুয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. গোলাম হোসেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হাসান এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।
কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার বাহার, জেলা পরিষদ সাবেক সদস্য মো. জোবায়ের, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন সবুজ এ সময় উপস্থিত ছিলেন।
এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা  সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ড. গোলাম হোসেন। এরমধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার মনোনয়ন পান ড. সেলিম মাহমুদ।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম