চাঁদপুর ১০ ইউপি নির্বাচনে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁদপুর: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদে নির্বাচন  আগামী ১১ নভেম্বর ভোট গ্রহন । এই ধাপে  চাঁদপুর সদর উপজেলার  ১০ টি ইউনিয়ন রয়েছে। চেয়াম্যান ৫০ জন, সাধারণ সদস্য ৩৪৫জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭৯ জন প্রার্থী নির্বাচনের জন্য গত ১৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা এলজিইডি অফিস, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৯ টা থেকে মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হয়। এতে ৩  জন চেয়ারম্যান প্রার্থী,  ১ জন জন সংরক্ষিত ও সাধারন সদস্য ৪ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাইতে বাতিল বলে গণ্য হয়।

যাচাই বাছাই করেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দেলওয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মুকবুল হোসেন, উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দীক।

আশিকাটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী বিল্লাল হোসেন পাটোয়ারীর মনোনয়ন পত্রটি বাতিল করা হয়েছে। সোসাল ইসলামি ব্যাংকে ২০ লাখ টাকা ঋন ছিল তার। মনোনয়ন পত্র জমাদানের দিন ও তিনি সেই ঋন পরিশোধ করেননি। মনোনয়ন পত্র নির্বাচন কমিশন বাতিল বলে গণ্য করেছে। তিনি ২০১৬ সালে ঐ ব্যাংকে  থেকে  ২০ লাখ টাকা ঋন নেন। সেই ঋন দাঁড়িয়ে ৩১ লাখ টাকায়।  তিনি গত ১৯ অক্টোবর মাত্র ৬ লাখ টাকা ঋন পরিশোধ করেছেন। অপর দিকে একই ইউনিয়নে সংরক্ষিত ৩ নং ওয়ার্ড নারী সদস্য প্রার্থী জেসমিন বেগমের ৬৫ হাজার টাকা ব্যাংক ঋন থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।

চান্দ্রা ইউনিয়নের দু জন সদস্য প্রার্থী মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এরা হলেন-৩ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম  ও ৮ নং ওয়ার্ড সদস্য প্রার্থী ইজাজ মাহমুদ।

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন রুশদীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বালিয়া ইউনিয়নে বাতিল করা হয়েছে চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল ইসলাম খান ও ৫ নং ওয়ার্ড সদস্য প্রার্থী মো. আহসান তালুকদার।

বিষ্ণপুর ইউনিয়নে  সদস্য প্রার্থী মোঃ শাওন প্রধানিয়া মনোনয়ন পত্র বাতিল করা হয়। বাকী সকল প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করেন উল্লেখিত রিটার্নিং অফিসারগণ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম