চাঁদপুর হোমিওপ্যাথি কলেজ অধ্যক্ষের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন 

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে অবস্থিত চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের অর্থ ও এক শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগের সুষ্ঠু তদন্ত করার লক্ষ্যে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৭ জুলাই) সকালে  উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের অধ্যক্ষের অর্থ ও নারী কেলেংকারী অভিযোগের সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। গত ২৭ জুন কলেজের ৮ জন শিক্ষক অধ্যক্ষের বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবর একটি লিখিত অভিযোগ করেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসির আরাফাত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন
এবিষয়ে চাঁদপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যক্ষ তামজিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগের বিষয়ে তদন্ত চলমান আছে আমি এই বিষয়ে কোন কথা বলব না।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম