চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতর্কিত প্রধান শিক্ষককে বদলি

চাঁদপুর : চাঁদপুর জেলার খ্যাতিমান বিদ্যাপীঠ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বহুল আলোচিত ও বিতর্কিত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে অন্যত্র বদলি করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক (মাধ্যমিক-১) স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানা যায়।

নানা কারণে বিতর্কিত ওই প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে এখন দাউদকান্দি উপজেলার বেগম আমেনা সুলতানা সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়। তাকে আগামী ১৮ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে নির্দেশ দেয়া হয়।

এর আগে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গত তিন মাস যাবত আন্দোলন করে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এবার তারা দাবি আদায় না হলে ক্লাস বর্জনের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি দেয়।

বুধবার সকাল সাড়ে ১০টার পর শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় মাঠে অবস্থান নেয়। এ সময় তারা প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, প্রায় তিন মাস ধরে বিতর্কিত প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন স্যার পলাতক ছিলেন। এই পলাতক অবস্থায় তিনি নিজের স্বাক্ষরে বিদ্যালয়ের নতুন সেশনের জন্য ভর্তির বিজ্ঞপ্তি দিয়েছেন। আরো অবাক করার কথা হলো পলাতক থেকেও তিনি শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষকের পুরস্কার গ্রহণ করেছেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম