
চাঁদপুর: চাঁদপুরে অনূর্ধ্ব১৯ আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা এর ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় হাইমচর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে ফরিদগঞ্জ উপজেলা দল।
বুধবার (২৪ নভেম্বর) বিকালে চাঁদপুর স্টেডিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, কাবাডি খেলাটি জাতীয় মানের খেলা কিন্তু বিভিন্ন কারনে এই খেলাটি একটু আড়ালে চলে গেছে। মোবাইল, মাদকাসক্তি, কিশোরগ্যাং থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে। আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় আপনারা সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে পুলিশ সুপার মহোদয়কে। এধরনের আয়োজন চলমান থাকবে বলে আমি আশাকরি। অভিভাবকরাও তাদের সন্তানদেরকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার সন্তান মোবাইসহ অন্যান্য অপরাধমূলক কাজে আসক্ত হবে না।
পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী ডাক্তার শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার) মঈনুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার তরিকুল ইসলাম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বাচ্চু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার পৗানেল মেয়র হেলাল হোসাইন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহাবুব মোল্লা, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ, ক্রিড়া সংস্থার সাধারণ সম্প্দক নুরুন্নবী নোমান প্রমূখ।
ফম/এমএমএ/