চাঁদপুর স্টেডিয়ামে স্বাধীনতা দিবস হ্যান্ডবল (বালিকা) প্রতিযোগিতার উদ্ধোধন

চাঁদপুর স্টেডিয়ামে  স্বাধীনতা দিবস হান্ডবল ( বালিকা) প্রতিযোগিতার উদ্ধোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া অফিসার মো:  তারিকুল ইসলামের  সাথে অংশ নেওয়া দলের খেলোয়াড় ও কমকর্তারা।

চাঁদপুর: চাঁদ পুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও  ব্যবস্থাপনায়   মহান স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী খেলা অংশগ্রহণ করেন বীর প্রতীক  মমিনুল্লাহ পাটোয়ারী একাডেমী ও  মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

শুক্রবার (২২  মার্চ)  বিকাল ৩টায় চারটি দল নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয় । অংশগ্রহণ কারী ৪ টি বিদ্যালয় হলো বীর প্রতিক মমিনুল্লাহ পাটওয়ারী একাডেমি,মাতৃপিঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি, ও পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়।

উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মো তারিকুল ইসলাম,  সরকারি অধ্যাপক মাসুদুর রহমান ,  সহকারী শিক্ষক  আসাদুল্লাহ সহ অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ ।

উদ্ভোধনী খেলায়  বীর প্রতিক মমিনুল্লাহ পাটওয়ারী একাডেমি ৫-১ গোলে জয়লাভ করে।
ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম