
চাঁদপুর : চাঁদপুর স্টেডিয়ামে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব বনাম চাঁদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে চাঁদপুর সোনালী অতিত ক্লাবের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, ফুটবলকে জনপ্রিয় করতে আজকের এ আয়োজন। আমিনুলও আজকে চাঁদপুর এসেছে। আমিনুলের সাথের চাঁদপুরের অনেক খেলোয়ারের খেলার সম্পর্ক রয়েছে। চাঁদপুরে এধরনের আয়োজন করার জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী অধিনায়ক, ঢাকা মহানরগ উত্তর বিএনপি আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আমিনুল হক।
তিনি বক্তব্যে বলেন, আমি চাঁদপুর স্টেডিয়ামে অনেক খেলেছি এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। আজকে অনেক সুন্দর একটি প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য ধন্যবাদ অকৃতজ্ঞতা জানাই।
তিনি আরো বলেন, গত ১৭ বছর ধরে স্বৈরশাসক শেখ হাসিনার আমলে আমরা উন্মুক্তভাবে কোন খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা করতে পারিনি। ক্রীড়াঙ্গনে দলীয়করণ করে খেলাধুলাকে ধ্বংস করে দিয়েছে। আমরা খেলাধুলাকে ধংশস্তুপ থেকে টেনে তোলার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুরু করেছি। শহীদ জিয়াউর রহমানের নামে ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি। বিভাগীয় পর্যায়ে খেলা শুরু করেছি। আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মহিলা ফুটবল ও ক্রিকেট লিগ শুরু করব। আমরা পর্যায়ক্রমে এ খেলা গুলো জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ে যাব। অন্যান্য যে স্পোর্টসগুলো রয়েছে আমরা সেগুলোর দিকেও নজর দিব। সকল ধরনের খেলা আমরা তৃণমূল পর্যায়ে নিয়ে যাব। তৃণমূল পর্যায় থেকে অনেক ভালো ভালো প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। এক সময় তারা জাতীয় দলের হয়ে খেলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। বছর ১৭ ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যেভাবে ধ্বংস করেছে, আমরা ঠিক তার উল্টোটা করতে চাই। আমরা খেলাধুলায় কোন দলীয়করণ করতে চাই না। আমরা ওয়াদা বদ্ধ সকলের কাছে। গত ১৭ বছর ধরে যত ক্রিয়া সংগঠক মাঠ থেকে হারিয়ে গেছেন, আমরা সেই ক্রিয়া সংগঠকদের আবার মাঠে ফিরিয়ে আনতে চাই। এই লক্ষ্যে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
আমিনুল হক বলেন, চাঁদপুর একটি ঐতিহ্যবাহী জেলা।ক্রীড়াঙ্গনের জন্য বলেন বা খেলাধুলার জন্য বলেন, এখানের ফুটবলাররা অনেকে আমার সাথে খেলেছেন এবং আমার বড় ভাইয়ের সাথেও খেলেছেন। আমরা চাই একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য। ক্রীড়াঙ্গনে মাধ্যমে আমরা মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে পারবো ইনশাআল্লাহ। যুব সমাজকে মাঠে ধরে রেখে ইনশাআল্লাহ একটি সুন্দর সমাজ গড়তে পারবো। বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন।
প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ২-১ গোলে চাঁদপুর সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে। চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং বোরহান খানের পরিচালনায় উপস্থিত ছিলেন
সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, আবদুস শুক্কুর পাটওয়ারী, দেওয়ান মো. সফিকুজ্জান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমস ছালাম, আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশীদ, শাহজালাল মিশন, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, আফজাল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, ছাত্র বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাবের পক্ষে খেলেন : আলফাজ, আরমান, ছাব্বির, জাকির, সুমন, সোহেল, সুজন, বেলাল, মহিন, কবিরসহ আরো নামকরা ফুটবল খেলেয়াররা খেলেন।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের পক্ষে যারা খেলেন : জাহাহীর গাজী, জাহাঙ্গীর পাটোয়ারী, আমিন মোল্লা, উজির, বোরহান, কাজী মাঈল হক জীবন, রেজা, আনোয়ার হোসেন মানবক, ইউসুফ বকাউল, সোহাগ, লাবু, টুটুল চৌধুরী, মনোয়ার হোসেন চৌধুরীসহ আরো অনেক নামজাদা খেলেয়াড়রা।
ফম/এমএমএ/