চাঁদপুর: ঢাকায় কনফিডেন্স গ্রুপ মাষ্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টের চাঁদপুরের দ্বিতীয় ম্যাচটি ড্র হয়েছে। চাঁদপুরের দলটি বগুড়ার সাথে ১- ১ গোলো ড্র করেন। এ টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশের ১২ টি ক্লাব। আয়োজনে ও ব্যাবস্থাপনায় রয়েছে সোনালী অতীত ক্লাব ঢাকা।
টুর্নামেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার শেখ মোঃ আসলাম।
বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর ) দুপুরে মোহাম্মদপুর শারিরীক শিক্ষা কলেজ মাঠে চাঁদপুর অংশ নেয় বগুড়ার সাথে। খেলার প্রথমাধে চাঁদপুরের মুকুলের গোলে এগিয়ে যায় দলটি। প্রথমাধ ১- ০ গোলে শেষ হয়।
খেলার দ্বিতীয়ার্ধে চাঁদপুর বেশ কয়েকটি সুযোগ মিস করে। পরবর্তীতে চাঁদপুরের ডিবক্স পেনালটি পায় বগুড়া। বগুড়ার পক্ষে গোল করেন বুলবুল।
চাঁদপুর সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদকে জানান, আজ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বিকেল সাড়ে ৩ টায় রংপুরের সাথে খেলতে নামবে। যদি আজকে আমাদের দল জয়লাভ করে তাহলে সেমিফাইনালে চাঁদপুরের শনিবার অংশ নিতে পারবে।
চাঁদপুর দলের খেলোয়াড়রা হলেন -কোচ বোরহান খান, টিম ম্যানেজার রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন, খেলোয়াড়: মনোয়ার চৌধুরী, গোলাম মোস্তফা বাবু, আমিনুল ইসলাম মোল্লা , নজরুল ইসলাম পিন্টু, আনোয়ার হোসেন মানিক, তপন চন্দ, জসিমউদদীন পাটওয়ারী, জাহাঙ্গীর পাটওয়ারী, ইউসুফ বকাউল, ওয়াহিদুর রহমান লাবু, সোহেল রানা সোহাগ, বিএম হারুনুর রশীদ, জাহাঙ্গীর গাজী, এমদাদ মজুমদার, আনোয়ার মাঝি, মশিউর রহমান, নুরুল আমিন আকাশ, আব্দুল হালিম তুহিন, গোলাম কাদের মুকুল, হানিফ বকাউল, মনোয়ার হোসেন, মফিজুল ইসলাম, ফারুক, জিন্নাহ ও আলমগীর।
ফম/এমএমএ/চৌইই/